ভেবেছিলাম
আমি অনেক কষ্টে আছি
তাই-কখনো অন্যদিকে তাকাইনি।
তাকাবার ফুরসত’ই মেলেনি, নিজের ঝামেলা মেটাতে ব্যস্ত ছিলাম।
আজ এ কি শোনালে! আমি অবাক
তোমার আশেপাশেও দুখে’রা উকি দিতে পারে-
খেয়ালেই আসেনি একথা।
তুমিও-
একটিবারও বুঝতে দিলেনা, তোমার’ই বা দোষ কিসে?
আমি কেমন বন্ধু?
তোমার কোন খোঁজ নেইনি।
ব্যস্ততা আমাদের অমানুষ করে রেখেছে।