সুর্য্যের আলো আনে সোনালী ভোর
কুয়াশায় দেখা মেলে প্রকৃতির থোর
বসন্তে সাজায় ঋতু নববধূর সাজে
বর্ষার নদে নায়ে কত গান বাজে
কোলাহলে কাটে সব বৈশাখী মেলা
আসা-যাওয়ার মাঝে ঋতু করে কত খেলা।
সকালে-বিকালে মিলে কেটে যায় দিন
ভুলে যাই আমারও যে জমা কিছু ঋণ
প্রকৃতি ও জীবন যখন মেলে এক বাঁকে
মনে হয় পিছুপিছু কে যেন ডাকে।