নিস্তার নাহি ওরে নিস্তার
পাবি না'তো নিস্তার-
যতই করিস এবাদাত আর
খোদার সাথে দীদার।

দীর্ঘ রাত জাগিয়া জাগিয়া
দু-হাত তুলে নয়ন ভিজাইয়া
পাপ-মোচনের আবদার-
এ রজনী ভাগ্যে জুটিবে
হিংসা ভুলে যে-জন থাকিবে
মানবতায় একাকার।

হিংসা পুষে রক্ত চুষে
ফরিয়াদ করিস মিটিমিটি হেসে
আমি বড় পাপী ক্ষমা চাহি তাই-
নিম্ন আকাশে রজনীর শেষে
ক্ষমার দুয়ার খোলেন এসে
ঘোষনা করেন, তোর ক্ষমা নাই।