যেখানে আমায় পাবে না খুঁজে কেউ
বয়ে চলা মিষ্টি বাতাস কিংবা নদীর সফেদ ঢেউ।
কিংবা আনাড়ী কোন এক কৌতুক
তার হাসির গল্পটা আমার কাছে স্বাদে তিতকুট।
এমন ক্ষনে পালন করবো-
আমার নিরব মানববন্ধন
হাতে রবে না তখন ফেস্টুন প্লাকার্ড,
কিংবা এসব কবিতার পাতা
বৃষ্টি জানবে শুধু কোন বিষাদে আমার
জমে থাকা ক্রন্দন।
আমি কোন দলে দলিত হবো না,
কালির দাগ থাকবে না, প্রকাশেও আসবো না, শুধু...
পুষে রাখা দাবীগুলো ছাড়বো না।
দেয়ালের গায়ে লিখবোনা কোন চিরকুট
ছাপাবো না আমার নামে কোন পোষ্টার কোন কালে
শুধু বাতাসের কানে নিরবে শুনিয়ে যাবো
আমি ছিলাম তোমার-আর তুমি আমার ছিলে।