একপ্রস্ত সাদা কাগজ-
কলমের কালো অক্ষরে সেজে,
সাক্ষ্য দিতে গিয়ে হারায় স্বাধীন সত্তা,
হয়ে যায় চুক্তিপত্র।
পারিনি ওই কালি হতে,
কিংবা রূক্ষ কলম
কোন কবির হাতে আঁকা
মরুভূমির প্রখর সূর্য।
নিজেকে বিলিয়েছি কাগজ রুপে,
দুঃখ নামক কলমের খোঁচায়
বারবার হয়েছি রক্তাক্ত।
সম্ভ্রম বিকিয়েছি এর-ওর কাছে
যেন আমি-
এক টুকরো জীবন্ত চুক্তিপত্র।