কে হারালো মা, কে'বা বোন
কে'বা হারালো তার নাড়ি চেরা মানিক রতন
নেইতো অবসর সেদিকে তাকাবার
কলঙ্কিত সমাজে বৈধতা পায় ব্যভিচার।
বিবেক যেখানে কলঙ্কিত
সেখানে মানবতা বাজারের পণ্য
হাত বাড়ালেই পাওয়া যায় অখাদ্য।
বিশ্বাস করতে কষ্ট হয়
চাইনা কভু সত্যের জয়
দালালীতে ব্যস্ত রক্ত কেনাবেঁচায়।
বিষক্রিয়ায় আক্রান্ত মানবতা
তবুও বেঁচে আছি
মানুষ নামের জঙ্গলে।
বিষের প্রয়োজন নেই আজ
ফুরিয়েছে তার আগেকার ক্ষমতা
মানুষের হৃদয়ে ঢুকে গেছে হিংস্রতার বিষ
আগের সেই মানুষ'ই আছে
সাথে নিয়ে বিষাক্ত মানবতা।
(মানবতা সিঁকেয় তুলে গুজবে কান দিচ্ছি। বিনিময়েে প্রাণ হারাচ্ছে কিছু নিরপরাধ মানুষ। অত্যন্ত পরিতাপের বিষয় হলো, আমরা আমাদের বিবেকের কথা শুনছি না। ঝোঁকের মাথায় কাজ করে আজ আমরা ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি।)