আমার সেই লাল কোটটা আর নেই
রোদ্রের খড়তাপে পুড়ে পুড়ে নীল হয়ে গেছে
বহুদিন পর দেখা স্রোতস্বিনী নদীও সেই
যৌবন হারিয়ে সে এখন ধুঁকে ধুঁকে মরছে।

যার বুক পাড়ি দিতে ক্লান্ত হতো নাবিক বারবার
স্রোতধারা ছিলো তার এতো ক্ষুরধার, সেই যদি ক্ষয়ে যায়
আমার তবে এতো কিসের অহংকার
আমি তো অসহায়-সামান্য এ সীমানায়
কেন ভুলে যাই? শেষের বেলায় আমি হবো বালুচর।