আমি তোমায় পেতে চেয়েছি নির্মোহ আবেগে
আমি তোমায় পেতে চেয়েছি নির্মল বায়ুবেগে।
আমি তোমায় পেতে চেয়েছি সরল অংক কষে
আমি তোমায় পেতে চেয়েছি সকলের সাথে মিশে।
আমি তোমায় পেতে চেয়েছি মরুর বুকে সাম্যের ঝড়ে
আমি তোমায় পেতে চেয়েছি আকড়ে রাখা মাতৃ-ক্রোড়ে
আমি তোমায় পেতে চেয়েছি সোনালী আকাশের নরম ছা’য়
আমি তোমায় পেতে চেয়েছি ভাটিয়ালী নাবিকের পানশী না’য়।
আমি তোমায় পেতে চেয়েছি মানবতায় মোরা নতুন সীমানায়
আমি তোমায় পেতে চেয়েছি বাল্যকালের দাদুর বারান্দায়
আমি তোমায় পেতে চেয়েছি ছোট্ট শিশুর মধুর হাসিতে
আমি তোমায় পেতে চেয়েছি রাখালের রাখালিয়া বাশিঁতে।
আমি তোমায় পেতে চেয়েছি মায়ের সে মধুর আঁচল তলে
আমি তোমায় পেতে চেয়েছি গ্রাম্য নদের শীতল জলে
আমি তোমায় পেতে চেয়েছি ক্ষণেক বসা গাঁ’য়ের হাটে
আমি তোমায় পেতে চেয়েছি দোল খাওয়া ঐ নরম পাটে।
আমি তোমায় পেতে চেয়েছি অচেনা পথের নিরাপদ বাঁকে
আমি তোমায় পেতে চেয়েছি ডাকের ছেলেটার হৈ রৈ ডাকে
আমি তোমায় পেতে চেয়েছি ইমানে বলীয়ান সেই ক্ষণে
আমি তোমায় পেতে চেয়েছি ত্যাগের তামান্নার নেই রণে।
আমি তোমায় পেতে চেয়েছি যেখানে সদা মানবতার কথা হয়
আমি তোমায় পেতে চেয়েছি যেথায় স্বাধীনতা এমনতর স্বাধীন নয়।
আমি তোমায় পেতে চেয়েছি কি? এমন বালিশ-পর্দার দেশে
আমি তোমায় পেতে চেয়েছি কি? মানবতা যেথায় শাসকের পদধুলায় মেশে।