হিংস্র কালো রাত্তির মাঝে দাঁড়াইয়া বলিতেছি...
আমার গায়ে কোন কালি নেই
নিস্পাপ আমি
তাহারা'ই আমায় কালিমালিপ্ত করিতেছি।
কলুষিত হইয়া গিয়াছে এ সমাজ।
নেশায় উদ্ভট নিশাচরী হয়ে...
এলোপাতাড়ি পা ফেলিয়া ঘরে ফেরার পথে টলকে পড়িয়া গেলে
গলা হাঁকিয়ে বলি, ধাক্কা দিলো কে বে?
কোত্থেকে জোটে এইসব মাতাল?
এ সমাজ আর ভালো হবে না।
এহেন কম্মে একজন হাসিয়া কহে....
ওহে বলদের দল- কি খুঁজিতেছো হারিকেনের আলো ছড়াইয়া
একটু নয়ন মেলিয়া দেখো
কবেই'তো প্রভাতফেরী ফিরিয়াছে ঘরে
তোমরাই রহিয়াছো আঁধারের কোটরে পড়ে।
তবুও খোলেননি কপালের ভাজ
আজও মোরা সেই পিছনেই পড়িয়া থাকিলাম,
হায়রে একাত্তর, আফসোস!
তুই আমার ঘরেই কেনো এলি?