ক্ষমা চাইলাম
দেখিয়ে দিলো স্মৃতির পাতা।
বলিল, তোর মনোবাসনা পূরণ করি কেমনে তুই বল?
আমিও ফিরলাম-
উল্টোপথে নিজেকে খুঁজতে।
দেখলাম পূর্ণ পাতা
নিজেকে জাহির করার একটা উপাদান মজুদ নেই সেখানে।
ফেলে আসা পথ পুরোটাই বিফল মোর।
হায়! আফসোস
যদি ফিরতাম আপন গৃহে..
যেখানে আমি-তুমি দু'জনেই আপন ধ্যানে মগ্ন।
আজ অবেলায় এ পথে বাড়াতাম না পা।