কোনো কোনো দিন


কোনো কোনো  দিন
খুশীতে মনটা ফুরফুর করে ওঠে ।
প্রভাতী সূর্যকিরণে ঝিকমিক করা জলতরঙ্গের মত-
ভেসে যায় এ কুল থেকে ওকূলে।

কোনো কোনো দিন
মনটা ডুবে যায় স্মৃতির গহ্বরে-
       আনন্দময় স্মৃতির গহ্বরে।
মস্তিস্কের নিউরন থেকে নেমে
হৃদয়ের দরজা খুলে দেয় ভালোলাগা গুলো
ছড়িয়ে যায় প্রত্যেকটি অঙ্গে।

কোনো কোনো দিন
নাস্তিকতার খোলশ ছেড়ে
     মনটা ঈশ্বরবাদী হতে চায়।
ধন্যবাদ জানাতে চায় পরমপিতাকে
তাঁর দেওয়া শ্রেষ্ঠ উপহারগুলোর জন্য-
আমার মা,বাবা,ভাই,বোন,স্ত্রী ,সন্তান আরো সবার জন্য-
            আমার শৈশব,বাল্যকাল আর যৌবনের জন্য।


                                                      মানস কুমার ঘোষ
                                                       ১৯ নভেম্বর ২০২০