এখনো সময় আছে
এখনো সময় আছে
পিছন ফিরে তাকাবার।
যা কিছু না বলা কথা
মন খুলে বলবার।
যা কিছু দেওয়া হল না
সব বিলিয়ে দেওয়ার।
যেখানে যেতে দ্বিধা ছিল,
সেইখানে পৌঁছোবার।
এখনো সময় আছে
জীবনের সুবাস নেওয়ার।
যা কিছু দেখা হল না,
তাকে দু-চোখ ভরে দেখবার।
যে কাজ গুলো করা হল না,
সে কাজ শেষ করবার।
যে পথে যাওয়া হল না ,
সেই পথে চলিবার।
এখনো সময় আছে
রুখে দাঁড়াবার।
যা কিছু অন্যায় অবিচার
তার প্রতিবাদ করবার।
ভালো মানুষের মুখোশ খুলে
গর্জে উঠবার ।
স্বার্থ মগ্ন জীবন ভুলে
পরকে আপন করবার।
এখনো সময় আছে
পূর্ণতার স্বাদ নেওয়ার।
লম্বা আয়ু র মোহ ভুলে,জীবনকে
গৌরবান্বিত করবার ।
তবে এত দ্বিধা কেন
মনে কেন এ সংশয়?
জেনো এ জীবন আসে একবারই
কভু দ্বিতীয়বার নয়।
মানস কুমার ঘোষ
বেলঘরিয়া , ২৩/১১/২০২০