দাড়িয়ে গগণ শীঁরের উপর
নিঃস্বার্থ প্রকৃতির সহনীয় হাওয়া,
আলো আধাঁরেরে নিঢ়ুড় ভালবাসা
সবই নিঃস্বার্থে করিতেছে দান ।

গাছগাছালির গর্ভের ফলন
প্রীতিময়তা সদাই আপন,
সকাল সন্ধ্যা পাখির কলতান ,
নিজকে হারায় এ মন ।

আর -----তুমি !

একটু প্রেম দেবে কত অজুহাত
দিবে দাও শেষ করো মহাকাল,
তুচ্ছ স্বার্থে বক্ষবিদীর্ণ জখম ,
এক পৃথিবী কষ্টে মর্ম ব্যথায় মরণ ।

ভুবনই অতি আপন সুজন
বিরাগের ব্যথাভারে করে নেয় আপন,
দেখাইনা আকাশ কুসুম স্বপন,
তারই প্রেমে এ জীবন করিবো দান ।