অনাথ একটা মেয়েসহ
আসিলো এক ভিখারী
খাচ্ছি যখন সকাল বেলা
বিরানী আর খিচুড়ি ।
মলিন বালিকা শুকনো মুখে
হাতটা দিল বাড়িয়ে,
খাওয়া কি আর যায় বলো
আপন মুখ দিয়ে !
মা মাগো আসো একটু
এসেছে দুজন অনাহারী,
ক্ষুধার যাতনায় শুকনো বদনে
কত যে আহাজারী ।
ভিতর থেকে জননী কহিল
তোমার খানা তুমি খাও ,
বলে দাও আজ মাফ করিতে
অন্য দুয়ারে যাও ।
অসহ্য বেদনা সহিতে পারি না
আপন খাদ্য করিলাম দান
একবেলা না হয় থাকিলাম উপবাস
চলে যাবে কি প্রাণ ?