আমার পৃথিবীতে
অসীম সৌন্দর্য্যে
কাল থেকে মহাকালে
আমার উজাড় করা
সব ভালবাসা তোমার জন্য ।
তোমার কষ্টে আমার কান্না
তোমার ব্যথায় ব্যথিত
তোমার দুঃখে দুঃখী
সন্ধ্যা থেকে সকাল অবধি
তুমি রিমোট আমি সেন্সর ।
এসো না দিনটা
দুভাগ করে নিই
অন্ততঃ অর্ধদিন আমায় ভালবাসো
অর্ধদিন তোমায় ভালবাসি
দুঃখটাতো কমবে ।
ধুসর দুঃখবোধে হৃদয় ভরা
অস্থির অস্তিত্ব ভালবাসা বিলুপ্তে
সকল ভৈবব দিয়ে বিলিয়ে
কষ্টটুকু ভাগ করে নিয়ে
ভালবাসা প্রস্পুটিত করি ।