তুমি
নেই আজ ,
তাতে কি মানষী !
খোলা বাতায়নে আমি একাকি
জ্যোৎন্সার রজনীতে নীশাচরের ভয়ার্থ শব্দ
তোমার সুবাশমাখা নির্মল হাওয়া সবইতো আছে ।
নেই
শুধু আজ,
রূপের ঝলকমাখা বদন
অশ্রুজলে একা তোমায় খুজি ,
নীদহীন স্বপ্নচারিতার অভিসারে বিচরণ করছি ,
হিমাদ্রির কোলঘেষেঁ মেঘের ভেলায় অস্তিম যাত্রা ।
তাতে
কি তোমার !
তুমি হয়তো এনীশিতে,
কপোতের বক্ষজুড়ে সুখের নিদ্রায়,
বস্রহীন কপোতের ভর নিয়ে ,উপভোগ
করিতেছো অনুভবে আত্বহারায় কামসুত্রের লীলা ।