হে ভালবাসা!
তুমি সত্য সুন্দর,সরল ,সুগন্ধী চিরন্তন।
ঝাঁকে ঝাঁকে মধুকর ,তোমার সুধায় ব্যকুল,
তুমি কারো একার নয়,তুমি চির বিরাজমান,
তুমি মায়ার নব্য অভিসারে মৌচাকের মহারানী,
সরষে গালিচা, মক্ষি মৌ মঞ্জুরী, পদ্ম পলাশের রক্ত লালে,
কি দারুণ তোমার অভিলাশ ।

তারপরও অবাক হই!
পশ্চিমা সংস্কৃতির মধুকর,
১৪ ফেব্রুয়ারী তোমার মধু নাকি চেটেপুটে খায়,
যার কারণে দেশী কুত্তারা বিদেশী ছালে দেশীয়
সংস্কৃতি, ঐতিহ্য আর দেশীয় ভালবাসা
আজ ভুলুন্ঠিত।তুমি নীরব কেন ?

তুমি সজাগ হও প্রতিবাদ করো,
বজ্রকন্ঠে আওয়াজ তুলো,
তুমি মৌ নিতে আসা কোন মৌক্ষির নয়,
তুমি নির্দিষ্ট দিন বা সময়ের নয়,
তুমি কোন বয়সের নয়,
তুমি চির সবুজ,চির ফাগুনি বারতা,
তুমি চির যৌবনা চির মধু ভান্ডার ।