তোরে চাই প্রতিক্ষনে
আঁধার রাতে পূর্ণিমাতে,
তোরে চাই চায়ের কাপে
সুর্য্য উঠা ভোরেতে ।

মাদুরা নিয়ে দুপুর বেলা
এক সাথে খাইতে,
গা ঘেঁষে সঙ্গ চাই
বৈকালিক চা –তে ।

সন্ধ্যা বেলায় তোরে চাই
সন্ধ্যা কুপি বাতিতে,
একই পাতে বসে দুজন
রাতের খাবার খেতে ।

তোর সাথে খুঁনসুটিতে
শোবার আগে ঝগড়াতে,
আদর  করে হাত বুলিয়ে
মান অভিমান ভাঙ্গাতে ।

অভিমানী মুখ ফিরিয়ে
তোর দিকে তাকাতে,
মিষ্টি মুখটা তাকিয়ে দেখতাম
রাতের আবছা আলোতে ।

রং বেরঙের কত গল্প
নানান ঢঙ্গের সাথে,
কখন জানি ঘুমিয়ে যেতাম
ঘুম ভাঙ্গিত প্রাতে ।