আমার উজাড় করা প্রেমে
সবিনয়ে যাহা দিয়েছো,
তাতেই আমি ধন্য ।
রক্তে মিশে বুকের পাঁজরে
তোমার দেয়া কষ্ট,
বন বাদাঁড়ে আমি এখন বন্য ।
ঢিলেঢালা আবরনে
করেছো আমায় ভাবুক,
সমাজে আজ বড় নগন্য ।
মরেছে কুহুক চির বর্ষা আমার
গুটি গুটি বৃষ্টি বর্ষনে,
বিধিবাম প্রেম হলো পণ্য।
ধুসূর শুভ্রহীন মাটিতে শয়নে
তৃষ্ণার্থ মন প্রেমো শীতল জল,
বাঁচিবার তরে আজ নগন্য ।
তোমার অবহেলায় আত্নাজ আবেগে
চতুর্মাত্রিক জিজ্ঞাস চৌদিকে,
বিস্ফোরিত বিষাদেও আমি ধন্য ।
মৃত্যু শংকিত আঘাতে কম্পিত
প্রজ্জলিত উম্মাদনায় ও ,
স্বীকারোক্তি তুমি অনণ্য ।