উৎসব এমন একটি ক্ষণ
আকাংঙ্খা আর প্রত্যাশায়,
আবালবৃদ্ধবনিতার
আসিবে কখন রক্তের বাধঁন ।
হাই হ্যালো করমর্দন
কোথাই থাকিস কি করিস!
হাসি খুশি ভাব বিনিময়
বহে যায় সুখের প্লাবন ।
তিয়াশায় বুক ফাঁটে
নাহি আসে সেই বদন,
বাতাসে কষ্ট দোদুল্যমান
দীর্ঘশ্বাসে প্রতিক্ষণ কাটে ।
বিদীর্ণ তমাশায় ছিন্নভিন্ন মন
চঞ্চল নয়নে চৌদিকে চাহন,
আলোকিত আকাশ ঘোর অমানিশায়
হৃদয়ে যেন উচ্ছৃংখল তুফান ।