কে করেছে সৃষ্টি আমায়
কে করেছে সৃজন,
নিত্য খুজো তারে তুমি
কোথাই সে সুজন ।

কে বানাইছে ভব সিন্দু
কেবা চালায় এ ভুবন,
কলোবে তার নিত্যবস্থান
তারে করো স্মরণ ।

যিনি স্রষ্টা তিনিই মালিক
তিনি মোদের রব,
তিনি ছাড়া মাথা নত
মিছে হবে সব ।

তিনি আরশ তিনি আজম
তিনিই অধিশ্বর,
তিনি মালিক আমি গোলাম
তিনিই বিশ্ব বর ।