স্রষ্টা ছাড়া সুষ্টির কুলে
করোনা নত শীর,
শিরিকে নহে স্রষ্টা খুশি
ঈমানে হও বীর।
স্রষ্টা কেমন দেখেনিতো কেহ
আকোঁ কেন প্রতিচ্ছবি,
তুলনা কেন করো, তিনি
দু জাহানের নুরের রবি ।
তিনি এক অদ্বিতীয়
তিনার তুলনা নাই,
নত হয়ে লুটিয়ে পরো
তিনি আলেক সাঁই ।