স্বঘোষিত পাতক যারা
দেখতে যদি চাও,
দলে বলে নীবৃতে
গঙ্গার পাড়ে যাও ।
কোমর জলে গতর ডলে
ডুব দেয় নরনারী,
পাপ মুক্ত করে নাকি
স্নানে কাবেরী ।
দুগ্ধ আর গঙ্গা স্নানে
যতই করো পরিস্কার,
পাপ থাকে মনের ভিতর
কেমনে হবে ছারখার ।
তারেই খোঁজো নয়ন জলে
নত করে শীর,
কুলুষ মুক্ত করবেন যিনি
বিশ্ব ভ্রমান্ডের বীর।
গয়া কাশি বৃন্দাবনে
যারেই তুমি খোঁজো
তারা আছে তোমার ঘরে
তাদের প্রেমে মজো।
পাতক-পাপী,কাবেরী-গঙ্গা