বৃষ্টি পড়ে টাপুর টুপুর
জল থৈথৈ অলস দুপুর।
টিনের চালে সোনার নূপুর
চলছে বেজে ঝুমুর ঝুমুর।

টুনটুনি কে রাখছে ঢেকে
ফল ও পাতায় পূর্ণ ডুমুর,
হংস মিথুন ভাসছে বুকে
কানায় কানায় ভর্তি পুকুর।