বাড়ির পাশে তাল পুকুরে
তালের ছড়াছড়ি,
সে পুকুরে আছে নাকি
বিশাল দৈত্য বুড়ি ।
পাঁকা পাঁকা তাল সব
পড়ে আছে পাড়ে,
যায়না কেহ ভয়ে খেতে
দৈত্য কখন ধরে ।
সোমা রুমা মালা মিলে
গেল পুকুর পাড়,
ব্যাঙের গলায় দৈত্য বলল
তোমরা কে আবার !
সোমা রুমা পালিয়ে গেল
ভাঙ্গলো মালা ঠ্যাং,
ভয় কাতুরে দেখে মালা
আস্ত একটা ব্যাঙ ।