দিবা-নিশি টাকার নেশা
আমার বাবার চোখে,
নিত্য অভাব লেগেই আছে
মায়ের সুন্দর মুখে ।

এটা নেই সেটা নেই
লাগে ঝগড়া ফ্যাসাদ,
অশান্তিময় এ সংসারে
আমার পড়ার ব্যঘাত ।

এমন জীবন করিবো গঠন
ছুটবো কেন মিছে,
গড়বো জীবন সঠিক ধরণ
টাকাই ছুটবে পিছে ।