মানব বলতেই কষ্ট মাখানো
জীবনের ঘানি টেনে যায়,
কষ্ট তখন কষ্ট মনে হয়
স্বার্থবাদি রং বদলায় ।
প্রিয়জন যদি হয় নিঃশ্বাসের মতো
অনন্তকাল বাধাঁ রয় মনে ,
সুখে দুঃখে রহে মিশে,
জীবন কাটে সুখের আবাসনে ।
নিঢ়ুড করা প্রেমো দান
ঐ সুজনই করে,
শুরু শেষ এক প্রেমেই
অনাধিকাল ধরে ।