সততা লালন জীবন ধারন
নিত্য অভাবের খেলা,
তবু সুখ নাই দুঃখ
দিব্বি কাটে বেলা ।
খাই সবজী ডুবিয়ে কব্জী
ক্ষুদা করি নিবারণ,
ভয় নেই সংজ্ঞা নাই
নই কারো দুশমন ।
দিন আনি দিন খাই
সুখের নিদ্রা যাই,
সৎ আয় সঠিক ব্যয়
ভোগ বিলাশ নাই ।
চলি সু পথে আপন মতে
স্বার্থ করিনা হানি ,
সৎ কর্ম আমার ধর্ম
এটাই সুখের বাণী ।