নীরব ক্রন্দন
বিদিশা বিবক্ত
মন পাখি বড়
উতালা এখন ।
এ বেলা খেয়ে
ওবেলার চিন্তায়
মলিন এখন
সওয়ালের বদন ।
জন্মেছি যখন
আহ্লাদী মন,
কতই স্বপ্ন বুনেছিনু
নিরাশার আজি এ মন ।
করুণ চাহনী আঁখি
ডাকেনা ভোরের পাখি
তেলহীন দীপবর্তিকা
নিবু নিবু প্রাণ ।
সুখের প্রতিক্ষা
প্রহরের আকুতি
আসবেনা জেনে
তন্দ্রায় মেতেছি এখন ।