সুনীল অন্তরীক্ষ নীলাভ আকাশ
রৌদ্রকরোজ্জল দিন আজ নেই ।
বৈকালিক পড়ন্ত সুর্য্যের আশ্লেষ আলিঙ্গন,
মৃম্ময়ী রোদন হারালো অগ্নীমূর্তি আকাশের কাছে ।
অপেক্ষার অনন্ত সময় সমাধীর সন্ধিক্ষনে
মনের মাধুরী মেশানো স্বপ্নগুলো ,
তপ্ত লালভ বালুর স্তূপে অন্ধময় কালের গভীরে হারালো,
অতীতের সুখ বিনিময়ের স্বপ্নগুলো ।
হাহা-কার হতাশার আস্ফালন অসম্পকৃক্ত অন্বেষনে চলমান নিঃশ্বাস,
কতদিন থাকবে বহমান তা নিতান্তই অজানা ।
মন আজ মহাসমুদ্র ,অস্থীর জলরাশিতে বিশাল তরঙ্গ,
তবু খুঁজি তোমার কোমল অস্তীত্ব অন্দর অধর ।
সুখময় বসন্ত গুলো হারিয়ে তোমার অপেক্ষায়
থিতু হয়ে অস্থীর দহনে হারিয়ে যাচ্ছি অমানিশার ঘোর আঁধারে।
তবু থেকো সুখে, থাকি আমি অন্তর দুঃখে,
জ্বালামুখে হৃদয় দহনে ।
জ্বলে যাক বুক,অঙ্গার হউক দেহ
শুধু তোমারই বিহনে ।