সৎ কথা
সুধীজন,
বিজ্ঞ গুরুর
ধরো চরণ ।
সৎ চিন্তা
আর সুবচন,
মনেতে সদাই
করো লালন ।
বিব্রত থেকো না
নিজকে নিয়ে,
স্বার্থক জনম করো
পরকে নিয়ে ।
সুজন নিয়ে
করিও ভ্রমন,
অসৎ নারীতে
হইও না গমন ।
যদিও কালো
গুণবতি নারী,
বিয়ে করোনা অসতি
যদিও হয় পরী ।