স্বপ্ন
কি বাস্তব
সুবাশিত মধুর সৌরব
হৃদয় গহীনে দৃঢ়তার কলরব
প্রাঞ্জল অনুভূতি আহা কি অনুভব!
চৌদিকে পঞ্চরেনু মধুকরের বিমুগ্ধ বিমোহিত কলরব ।
বিভোর
উম্মাদ হই,
মা মাটি মমতায়
পুলকিত মনে পলকহীন তাকাই
সবুজ উন্মাদনা শ্যামলী স্নিগ্ধ মমতায়
আহ্ কি কাব্যশৈলী! আদরে ডাকে দেশমাতৃকায় ।
নয়ন
চেয়ে দেখে
মেঘের পালক তুলে
মুঠো মুঠো জোছনা জলে,
কোমল ঢেউএ মাঝি বৈইঠা তুলে,
ভাটিয়ালী গান সুমধূর তান জলকদর খালে ।