সময়ে কাজ সময়ে
করি না বলে সাধন
পিছিয়ে আজ আমি
চিহৃ হয়েছে বাঁধন।

এগিয়ে যায় সবায়
আমি আছি পিছে
তাইতো আমি প্রতিযোগীতায়
পড়ে আছি নীচে।

আজ যা করতে পারো
রেখোনা কালকের জন্য
সময়ের কাজ সময়ে,
করে হও ধন্য ।