খাদ্য যতটুকু প্রয়োজন
শুধু ততোটুকু আহরন,
অতিরিক্ত রেখোনা হিমায়কে সঞ্চয়।
স্বল্প আয়ের পরিবার
সঞ্চয় সামর্থহীন যার,
পারেনা করিতে ক্রয় অভুক্ত সে রয় ।
তোমার বিলাসীতার কারণে
দরিদ্র কাঁদে আপন মনে,
অতি দামে খাদ্য কিনিতে হয় ।
অতি ভোজনে নেই স্বস্থি
দেহ হয় রোগের বস্তি
অল্প ভোজনে স্বাস্থ্য ভাল রয় ।
মস্তিস্কে মুক্ত চেতনা
সমাজ সুখের আরাধনা,
সবার সুখে সুখী হতে হয় ।