আমি কৃষক
সদ্য মই দিয়ে জমিতে,
হালের বলদ জোয়াল মূক্ত করে্
এখনই দিলেম ছেড়ে ।
কিছু দুর এসে
দেখিলাম দু চক্ষু খুলে,
সুচতুর এক দামাল ছেলে
বকের ফাঁদ দিয়েছে হাটু জলে ।
অন্ন যোগাড়ে আমার
বিরামহীন শ্রম,দু মুঠো ভাতের লাগি,
এক ঝাঁক বকেঁর ঘোলাজলে মাছ স্বীকার
আপন ক্ষুধার লাগি ।
চঞ্চল পুটিঁমাছ
বক্র নয়নে ধরে গপাস,
সম্মুখে যে মরন ফাঁদ
বকের নেই সেই বিশ্বাস ।
মৃদু পায়ে আনমনে
ফাঁদে পড়লো পা,
হেঁচকা টানে আপন ছাড়াতে
বাঘের উপর ঠাগের হা ।
খুশিতে দামাল ছেলে
পরিধানের গীট যায় খুলে
উলঙ্গ দেহে জম্প দিয়ে
যেন মাছ ধরছে জেলে ।
আমার চিৎকার
বকের করুণ আর্তনাদ
শিকারী নাহি শ্রবণে
বকের গলা কেটে মিটিয়েছে স্বাদ ।