আজকে আমি উপোস থাকবো
ডিনার করবো না,
বলে দিলাম দুধের গ্লাসে
চুমুক দিবো না।

তুই যে আমার লক্ষিবোন
এমন বলিস না,
রাতের বেলা না খেলে যে
সুস্থ থাকবি না।

সবজি দিয়ে রান্না করা
খিঁচুড়ি তুই খা,
ফিশ ফ্রাই আর চিকেন ছাড়া
কিচ্ছু খাবো না।

ধুর বোকা বোন কি বলিস সব
তুই জানিস না,
শাক সবজির পুষ্টি গুনের
নাই রে তুলনা