কত সাধনায় কত আরাধনায়
আঁকিতে চাই তোমার ছবি,
তোমারই রূপে বিশ্ব আলো
প্রিয় নুরের নবী ।
স্বর্গের ছায়া মায়াময় বদন
মানবের কল্যানে প্রতিটি কথন,
ভাবি সখা হৃদয় খুলিয়া
স্বর্গদুত তুমি মানিক রতন ।
নীশিতে জপি তব প্রিয়
সঙ্গোপনে ঝরাইয়া বারী,
কি করে প্রকাশিবো প্রিয়
হৃদয় নিলে তুমি হরি ।
মদিনায় আছো ওগো
নিরবে নিভৃতে শয়নে
এত ডাকি তব কেন
বাঁধোনা প্রেমের বাঁধনে ।