নিরব রজনী ডাহুকের সুর
সু-প্রভাত কামনায়
স্বেদশ্মশ্রু-শরীরে অভাবী গনি
মুড়ি চাবায় ক্ষুদার বাসনায়।
নিকষে বেকার গনি মিয়ার ছেলে
বসতীতে অন্হারীর মেলা,
ভঙ্গিতে নিশান-তলে চাকরীর বাজারে
ঘুষের লুকোচুরি খেলা।
শিক্ষাসনদের কপির স্তূপ
ফাইলে ফাইলে সাজানো
মাদক নীল লেহেঙ্গার নৃত্য
দুর্নীতিবাজদের সব গোছানো।
চাকুরীর বাজারে ধরিছে আগুন
শিক্ষিত বেকারের ভার,
গতরে কামানো ছেলের খরচ
গনিমিয়া পারেনা সহিবার।