লক্ষ বীরঙ্গনার সম্ভ্রম দিয়ে শেষে
স্বাধীনতা পেয়েছি এ বঙ্গ দেশে,
কালান্তরে সেই বীজ অঙ্কুরিত হয়ে,
মসনদ দখল প্রেমিক বেশে।
পড়েছে জীবনী জানেনা ইতিহাস
কত বুদ্ধিজীবি দিয়েছে প্রাণ,
জয় বাংলা আর স্বাধীনতার পতি
দোসরেরা কেড়ে নিল তার জান।
বোল পাল্টে সেজেছে দরদী
প্রকাশ্যে দম্ভ পাকি মাস্তান,
মুক্তিযুদ্ধের গলে ঝুলছে দেখো
জুতা স্যান্ডেলের টান।