ওহে নগন্য ভেবে দেখতো
কত জগন্য,
ধনীর মাতাপিতা গিয়ে
বৃদ্ধাশ্রমে ধন্য
পিতা-মাতাহীন অনাথ
এতিম খানায় গণ্য।
মানুষ হয় তবুও নাহি
অবহেলার পণ্য।
যে নরকে জায়গা তোদের
আছে তৈরী ডোম,
দেহের মাংস ভাগ করিবে
হয়ে যাবি গুম ।
বাবা হল স্বর্গের দুয়ার
জননী তার বিছানা,
দুজনকে কাঁদিয়ে তুই
নরকে নিলি ঠিকানা।