খোকা বলে বাবা আমার
দীর্ঘ হলো নখ,
ময়লা ভরা দেখতে যেন
লম্বা ঠোটের বক ।

তাই নাকি বাবা ?

এসো যাই পাশে আছে
নর সুন্দরের বাড়ি,
তিনি দেবেন সুন্দর করে
নখ কর্তন করি ।

নর সুন্দর নর সুন্দর
বাড়ি আছো হে ?
আমার খোকার নখ কেটে দাও
নরুন খানা নে ।

আস্তক মশাই বস্তক বাপু
হাতটা দাও বাড়িয়ে ,
ব্যথা যেন না পাও তুমি
নীরবে দেবো কাটিয়ে ।