করোনায় সৃষ্টি সামাজিক দুরত্ব
দাম্পত্য দুরত্বে কি ফেলি!
যুক্তি দিয়ে মুক্তি করে
দুরে আমায় টেলে দিলি।
যদিও আমি ঘোলা পানি
তৃষ্ণা মেটা যাবে না,
মনের দহনে অগ্নি অংগারে
আমি বড্ড তুলনাহীনা
বুঝবি যেদিন কাঁদবি সেদিন
নয়ন জলে জলধার,
আপন যেজন হবে সে পর
আমিও রবোনা আমার।
আপন পাল্লায় পরের পাপ
মেপে গেলি নিজ গুণে,
নিজের পাপ দেখলি না তুই
লিখিতেছে ফেরেস্তা গনে।
মন যদি বিষিয়ে যায়
দেহ বড় মুল্যহীনা,
আত্মাভ্রষ্ট জীবন নষ্ট
সুরহীন মনোবীনা।
এবার আমায় মন্ত্র দেয়
কেমনে তোরে ভুলি,
নষ্ট পানি ঝেড়ে ফেলে
নিঃসঙ্গতায় চলি।