নাম আমার টুম্পা
ছোট বোন রুম্পা,
খেলার সাথি আনলো বাবায়
ময়না পাখি ঝুম্পা ।

মায়ের ডাকে এক সাথে
তিন জনের সাড়ায়
বিরক্তির শেষ নেই
নামের বিড়ম্বনায় ।

যদি বলি রুম্পা কই
টিয়ে বলে খাঁচাতে ঐ
রুম্পা বলে টিয়ে আমার
আমি টিয়ের দুজনে সই ।