নতুন সাজে উম্মাদনায় এসো বৈশাখের মেলায়
স্বার্থপরতা ছলনা আর দ্বিধাদ্বন্দ্ব সবাই ভুলে যাই ।
ঝেড়ে এসো সব দৈন্যতা অভিসপ্ত হিংসার দাবানল
ঘুমন্ত ভালবাসা জাগরিত হয়ে, ভেঙ্গে যাক হিংসার কল।
নব সাজে সাজুক বাংলামা, ফুটে উঠুক লাল সবুজ রং
ধ্বংস হউক মনের নিভৃতে থাকা যত কলুষিত জং
কৃষ্ণচুড়ার পূবালী সুবাসে বাংলা সাজুক নতুন সাজে
নব সাজে নতুন দিগন্তে এসো হিংসা হারাক লাজে ।
মুখরিত হউক প্রাণীকুল, উম্মুখ চাতকী ভোরে ডাকা ময়না
কূজনে কহর কাটুক,ধ্বংস হউক অপসংস্কৃতির যত বায়না ।
রৌদ্র কানায় খুশিতে উডুক ডানা মেলে বুভুক্ষু যত চিল
চেয়ে যাক সাদা বকে, বাংলা মায়ের মাছে ভরা বিল ।