মা- কি হয়েছে খোকন সোনা
মনটা কেন ভার
খোকন- বকেছে আজ ম্যাডাম আপা
পড়া পারিনী তাঁর।
মা- দিনের পড়া দিনে শেখো
জমিয়ে রেখো না,
খোকন- এত পড়া কেমনে শিখি
মনেই থাকে না,
মা- সবাই পারলে তুমিও পারবে
মনযোগ দিয়ে পড়
খোকন-তুমি যদি পাশে থাকো
হবো আমি বড়ো।