উত্তাল প্রকৃতি অশান্ত ঢেউ
গুমোট হয়েছে আকাশ,
হালকা বৃষ্টি আতংকে মানুষ
বহেছে মৃদু বাতাস।
আবাহাওয়া বার্তা মহা বিপদ
হতে পারে জলোচ্ছাস,
কঞ্চি বাঁশের ছখিনার ঘর
হতবাকে করিছে উচ্ছাস।
দু মেয়ে এক ছেলে অসুস্থ স্বামী
আসে যদি প্লাবন,
কে যে কখন কারে নেবে কোলে
এ নাড়ী ছেড়া ধন ।
দু হাত তুলে আকাশ পানে
অঝোর নয়নে বারী,
বাঁচাও সন্তান বাঁচাও স্বামী
আমারে নাও কাড়ি।
নিত্য অভাবে চাহিনা বাঁচিতে
জীবন করো ক্ষান্ত,
চালাও তান্ডব করিয়া ধ্বংশ
তারপরও হও শান্ত।