পরীক্ষা আমার শেষ হয়েছে
কাল মামা বলে গেছে

মামার বাড়ি যাবো আজ
নিয়ে নিলাম দারুণ সাজ।

মা বাবাও হচ্ছে রেডি
সাথে যাবে পুতুল টেডি।

খিঁচুড়ি আর ইলিশ ভাজা
খেতে হবে ভীষণ মজা।

মামী রাঁধবে মজা করে
খাবো আজ পেট ভরে।

বৃষ্টি পড়ুক ঝম ঝম
চড়ে যাবো টমটম।