কাঠ বিড়ালি দুষ্টু তুমি
যাও নিলাম আড়ি,
সকাল বিকাল রাত দুপুরে
আর এসোনা বাড়ী।

পঁচা তুমি ভীষণ খারাপ
ফেলছো কচি ডাব,
একটু খেয়ে দিচ্ছো ফেলে
কাঁচা পাঁকা গাব।

দাদু খায় ডাবের পানি
গাব প্রিয় আমার,
নষ্ট করে ফেলে দিলে
করলে সব সাবাড়।

সব কয়টা ফল এঁটো করো
খেতে তুমি পারোনা,
কাঠ বিড়ালি লোভী তুমি
লোভ কখনও ভালোনা।