আয়রে তোরা দেখে যা
আজই ঈদের মেলা,
সবার গায়ে নতুন জামা
হাসি বদনে খেলা ।

ঐ পাড়ার ঐ বস্তি দেখো
কপর্দকহীন শিশু,
ছেড়া জামা গতরে তার
পেটে পড়েনি কিছু ।

কোর্মা লাচ্ছা পায়েশ সেমাই
বাহারী খানা ঘরে,
প্রতিবেশী অনাথ শিশু
আছে অনাহারে।

এ কেমন নিয়তি বলো
অসম নির্মমতা,
সুখে দুঃখে ভাগাভাগি
কেন হবেনা গাঁথা !

সুখের ভাগ দিতে চাই
দুঃখের ভাগ নিয়ে,
মানুষ হয়ে বাঁচতে চাই
মনুষ্যত্ব নিয়ে ।