চৌদিকে পানি
ঠান্ডা হিমেল হাওয়া
ক্লান্তি আর অস্থিরতায়
ধবধবে পানির
সুবোধ কোমল ঢেউ ।

সেরেছে মেঘের চাঁদর
অঝোরে বুষ্টির আদর
অবয়বে পানির স্রোত
নীড় ভাংগা আহাজারি
দেখিলো না কেউ ।

বানে ভাংগিলো কপাল
ঘরে আহারের আকাল
বদ মেজাজি বউ বেতাল
কাঁদেরে মোর ভাগ্য রেখা
সওয়ালের কান্নার ঢেউ ।

খাল বিল নদী নালা
ভাংগলো ঘর চৌচালা
ভিজা বসনে ষোডসী আমার
থর থর কাঁপনে হা হা কার
অনাহারী কুকুরের ঘেউ ঘেউ ।